News71.com
 Bangladesh
 27 Mar 17, 06:17 PM
 249           
 0
 27 Mar 17, 06:17 PM

গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী জঙ্গিনেতা জাহাঙ্গীর ৫ দিনের রিমান্ডে

গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী জঙ্গিনেতা জাহাঙ্গীর ৫ দিনের রিমান্ডে

 

নিউজ ডেস্ক : গুলশানে হলি আর্টিজানে হামলার অন্যতম পরিকল্পনাকারী জঙ্গি নেতা জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৩ টার দিকে গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জয়নাল আবেদীন তার রিমান্ড মঞ্জুর করেন। রাজীব জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পশ্চিম রাঘবপুর এলাকার ভূতমারি গ্রামের ওসমান গণি মন্ডলের ছেলে।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুল ইসলাম শফিক জানান, ২০১৬ সালে গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার মনোহরপুর গ্রামের পল্লী চিকিৎসক মাহবুবর রহমান ডিপটিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ মামলায় সোমবার বিকেলে রাজীবকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করে সিআইডি পুলিশ। শুনানি শেষে বিচারক পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন