News71.com
 Bangladesh
 27 Mar 17, 04:52 PM
 219           
 0
 27 Mar 17, 04:52 PM

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুনে শিশুসহ দগ্ধ ৩

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুনে শিশুসহ দগ্ধ ৩

নিউজ ডেস্ক : রাজধানীর কদমতলীর জুরাইনের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে দুই শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে জুরাইনের মুরাদপুরের ৩৩২ নম্বর বাসায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- মুরসালিন (৫৫), হাসান সোহান (৯) ও শাওন (৯)। এদের মধ্যে মুরসালিন দুর্ঘটনা কবলিত বাসার মালিক। হাসান ও শাওন ওই বাড়িতে তাদের পরিবারের সঙ্গে ভাড়া থাকে।

মুরসালিনের ভাতিজা মো. সুমন জানান, ওই বাড়ির গ্যাস ও পানির লাইন পাশাপাশি। সকালে তার চাচা গ্যাস লাইনে তৈরি হওয়া একটি লিকেজ স্কচটেপ দিয়ে মেরামত করছিলেন। হাসান ও শাওন সেটি দাঁড়িয়ে দেখছিল। এ সময় পানির মোটর ছাড়লে বৈদ্যুতিক শক হয় এবং লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে তারা তিনজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। তারা এখন বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

ঢামেক হাসপাতাল বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, আহতদের মধ্যে মুরসালিন ২৮ শতাংশ, হাসান ১৮ শতাংশ ও শাওন ২২ শতাংশ দগ্ধ হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন