
নিউজ ডেস্ক : চুয়াডাঙ্গায় গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার (২৭ মার্চ) সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর বাজারের নিকট এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মেহেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি জে আর পরিবহন ভালাইপুর বাজারে পৌছায়। এসময় রাস্তা কর্দমাক্ত থাকায় বাসটি নিয়ন্ত্রন হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের চালকসহ অন্তত ১৫ জন যাত্রী আহত হন।
পরে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।