News71.com
 Bangladesh
 27 Mar 17, 12:44 PM
 224           
 0
 27 Mar 17, 12:44 PM

ঢামেকে যুদ্ধাপরাধী আলী মোল্লার মৃত্যু

ঢামেকে যুদ্ধাপরাধী আলী মোল্লার মৃত্যু

নিউজ ডেস্ক : মানবাতাবিরোধী অপরাধ মামলার আসামি মোহাম্মাদ আবদুল আলী মোল্লা (৮০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। আজ সোমবার (২৭ মার্চ) সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার আটক থাকা আবদুল আলী অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেকে নিয়ে আসে কারা কর্তৃপক্ষ। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি বাগেরহাট জেলার কচুয়া থানার উদানখালি গ্রামে বাড়ির।

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী জাকারিয়া জানান, অসুস্থ হয়ে পড়তে তাকে ঢামেকে নিয়ে আসা হয়। সকাল ৯ টা ২৫ মিনিটে তাকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই বাচ্চু মিয়া জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন