News71.com
 Bangladesh
 27 Mar 17, 12:41 PM
 231           
 0
 27 Mar 17, 12:41 PM

নারায়ণগঞ্জে সড়ক দূর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

নারায়ণগঞ্জে সড়ক দূর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

 

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গাড়ি চাপায় মোগল হোসেন (৫০) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। সোমবার (২৭ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোগল হোসেনের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার সায়দাবাদ এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে রূপগঞ্জের ভুলতা পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশের পরিদর্শক শহীদুল ইসলাম জানান, রবিবার রাত থেকে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার বাংলাকেট পুলিশ চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল মোগলসহ আরও কয়েকজন। সোমবার ভোর ৪ টায় একটি পিকআপভ্যানকে সন্দেহ হলে থামার জন্য সিগনাল দেয় পুলিশ। কিন্তু পিকআপভ্যানটি না থামিয়ে বেপরোয়া গতিতে পালানোর সময় কনস্টেবল মোগল হোসেনকে চাপা দিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন