
নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গাড়ি চাপায় মোগল হোসেন (৫০) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। সোমবার (২৭ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোগল হোসেনের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার সায়দাবাদ এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে রূপগঞ্জের ভুলতা পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশের পরিদর্শক শহীদুল ইসলাম জানান, রবিবার রাত থেকে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার বাংলাকেট পুলিশ চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল মোগলসহ আরও কয়েকজন। সোমবার ভোর ৪ টায় একটি পিকআপভ্যানকে সন্দেহ হলে থামার জন্য সিগনাল দেয় পুলিশ। কিন্তু পিকআপভ্যানটি না থামিয়ে বেপরোয়া গতিতে পালানোর সময় কনস্টেবল মোগল হোসেনকে চাপা দিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।