
নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সভা আগামী ২ এপ্রিল রবিবার অনুষ্ঠিত হবে। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ওইদিন সকাল ১০ টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
আগামী ২ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ওইদিন সকাল ১১ টায় অনুষ্ঠেয় সভায় দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সব সদস্য, খুলনা বিভাগের অন্তর্গত দলের সব জেলা/মহানগর শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, সংসদ সদস্য এবং জেলা পরিষদ চেয়ারম্যানগণকে উপস্থিত থাকতে বলা হয়েছে।