News71.com
 Bangladesh
 27 Mar 17, 12:40 PM
 223           
 0
 27 Mar 17, 12:40 PM

সিলেটের বোমা হামলায় ৬ জন নিহতের ঘটনায় মামলা

সিলেটের বোমা হামলায় ৬ জন নিহতের ঘটনায় মামলা

 

নিউজ ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি পাঠানপাড়া এলাকায় বোমা হামলায় ছয় জন নিহত হওয়ার ঘটনায় মামলা  হয়েছে। হত্যা ও বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেছেন নগরীর মোগলাবাজার থানার এসআই শিবলু চৌধুরী। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জেদান আল মুসা জানান, বোমা বিস্ফোরণের ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

গত শনিবার সন্ধ্যায় শিববাড়ি জঙ্গি আস্তানা আতিয়া মহলের অদূরে বোমা হামলার ঘটনা ঘটে। এতে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয় জন নিহত হন। আহত হন ৪৪ জন। আতিয়া মহলে এখনও অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। গতকাল রবিবার (২৭ মার্চ) সেখানে দুই জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছিলেন সেনা সদর দপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন