News71.com
 Bangladesh
 27 Mar 17, 10:07 AM
 244           
 0
 27 Mar 17, 10:07 AM

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নির্বাচনের আপিলের শুনানি বৃহস্পতিবার

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নির্বাচনের আপিলের শুনানি বৃহস্পতিবার

নিউজ ডেস্ক : ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানির দিন পিছিয়ে আগামী বৃহস্পতিবার ধার্য করেছেন আপিল বিভাগ। আজ সোমবার সকালে রাষ্ট্রপক্ষের নথিপত্রে ভুল থাকায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে এফবিসিসিআইয়ের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিট আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। এর আগে ২২ মার্চ এফবিসিসিআইয়ের নির্বাচনের ওপর দুই মাসের স্থগিতাদেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে ময়মনসিংহ অঞ্চল থেকে পরিচালক নিয়োগে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করা হয়।

নিয়ম অনুযায়ী প্রতিটি বিভাগ থেকে পরিচালক মনোনয়ন করতে হবে। কিন্তু নবগঠিত ময়মনসিংহ বিভাগ থেকে কোনো পরিচালক মনোনয়ন দেওয়া হয়নি। এই বাদ পড়ার বৈধতা চ্যালেঞ্জ করে গত ৬ মার্চ হাইকোর্টে রিট করেছেন ময়মনসিংহ চেম্বার ও কমার্সের সভাপতি আমিনুল হক।

এদিকে হাইকোর্টের ওই স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করে এফবিসিসিআই। উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৪ মে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন