News71.com
 Bangladesh
 27 Mar 17, 09:53 AM
 217           
 0
 27 Mar 17, 09:53 AM

বিএনপি নেতা ও সাবেক ওয়ার্ড কমিশনার আনোয়ার গ্রেফতার,মির্জা ফখরুলের নিন্দা।।

বিএনপি নেতা ও সাবেক ওয়ার্ড কমিশনার আনোয়ার গ্রেফতার,মির্জা ফখরুলের নিন্দা।।

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর বিএনপির সদস্য, তেজগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার ফার্মগেটের খামার বাড়ি মোড় থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল এক বিবৃতিতে আনোয়ারুজ্জামান আনোয়ারকে গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছেন।

মির্জা ফখরুল বলেন, বিরোধী দলীয় নেতাকর্মীদের ভীত-সন্ত্রস্ত ও আতঙ্কিত করতেই দেশব্যাপী গ্রেফতারি অভিযান চলমান রাখা হয়েছে। নাগরিক স্বাধীনতা এখন গুম-খুনের শিকারে পরিণত হয়েছে। অপর এক বিবৃতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস এবং সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল আনোয়ারুজ্জামান আনোয়ারকে গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন