News71.com
 Bangladesh
 27 Mar 17, 12:24 AM
 254           
 0
 27 Mar 17, 12:24 AM

জঙ্গি হামলায় নিহত পুলিশ সদস্যরা জাতীয় বীর : আইজিপি

জঙ্গি হামলায় নিহত পুলিশ সদস্যরা জাতীয় বীর : আইজিপি

নিউজ ডেস্ক : সিলেটে জঙ্গি হামলায় নিহতরা জাতীয় বীর। তারা দেশের গর্ব ও পুলিশ বাহিনীর গৌরব। শনিবার (২৫ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পুলিশের আইজি এ কে এম শহীদুল হক এসব কথা বলেন।

সিলেটে জঙ্গি হামলায় নিহত কোর্ট ইন্সপেক্টর চৌধুরী মো. আবু কয়ছর এবং জালালাবাদ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মনিরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ আইজিপি বলেন, তাঁরা দেশের জন্য আত্মোৎসর্গ করেছেন। তাঁদের এ আত্মত্যাগ পুলিশ সদস্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। বাংলাদেশ পুলিশ চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে তাঁদের এ অসামান্য অবদান স্বীকার করবে।

তিনি আরও বলেন, পুলিশ সদস্যদের মনোবল দৃঢ় রয়েছে। তারা জীবন বাজি রেখে জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবিলায় বদ্ধপরিকর। জঙ্গিবাদ মোকাবিলায় দেশের সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন এবং জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়েছেন আইজিপি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন