
নিউজ ডেস্ক : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৩ টায় ঢাকা রোইং ফেডারেশনের আয়োজন দেশের বিভিন্ন জেলা থেকে আসা ১৫ টি দল নারী ও পুরুষ বিভাগে অংশ নেয়।
পুরুষ দলগুলোর মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেছে যথাক্রমে- নিউ গাজী রোইং ক্লাব, নিউ ইয়ং স্টার রোইং ক্লাব এবং ইউনিভার্সাল রোইং ক্লাব। নারী দলগুলোর মধ্যে ১ম হয়েছে শুভাড্ডা রোইং ক্লাব, ২য় নর্থ বেঙ্গল রোইং ক্লাব ও আলীনগর রোইং ক্লাব ৩য় স্থান অধিকার করেছে।
বাংলাদেশ রোইং ফেডারশনের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেণ শিকদার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আসাদুল ইসলাম, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মাহমুদ রেজাসহ ঢাকা রোইং ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।