
নিউজ ডেস্কঃ পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) এমপি বলেছেন, যুবকরা এই দেশের চালিকা শক্তি। এদের অনেকেই মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানে না। তাই যুব সমাজ থেকে শুরু করে সকলকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে। কিভাবে এদেশ স্বাধীন হয়েছে। কারা মুক্তিযুদ্ধ করেছে। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো দেশ স্বাধীন হওয়ার মাধ্যমে এদেশের মানুষের ক্ষুধা, দরিদ্রতা ও অর্থনৈতিক মুক্তি মিলবে। তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু বর্তমান সরকারের যোগ্য প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তাঁর স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। দেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। এদেশের যুবকদেরকে কাজের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা আরও উন্নত হয়ে বিশ্বের দরবারে দাঁড়াবে। আজ রবিবার দুপুরে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় এ আর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী আরও বলেন, আমরা যেখান থেকে রেখে যাবো, এদেশের যুব সমাজকে সেখান থেকে কাজ শুরু করতে হবে। আমি বিশ্বাস করি আমাদের দেশের যুবকরাই দেশেকে এগিয়ে নিবে। যেভাবে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে এদেশে স্বাধীন হয়েছে। এই মুক্তিযুদ্ধের ইতিহাসকে বুকে ধারণ করে দেশকে ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসা ঈমানেরও অঙ্গ। আমাদের প্রত্যেককে শপথ নিয়ে দেশের জন্য কাজ করতে হবে। এ সময় মুক্তিযোদ্ধাদের নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুউদ্দিন কালু, ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান কুলসুম আক্তার, নাঙ্গলকোট পৌর মেয়র আবদুল মালেক, উপজেলা আওয়ামী লীগের সদস্য সচিব অধ্যক্ষ ছাদেক হোসেন ভূঁইয়া, সাবেক সভাপতি অধ্যাপক জয়নাল আবদীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইছাক মিয়া, সাবেক পৌর মেয়র মনিরুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রেজ্জাক সুমন, সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুন প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ডিসপ্লে পরির্দশন করে।