News71.com
 Bangladesh
 26 Mar 17, 06:44 PM
 240           
 0
 26 Mar 17, 06:44 PM

সিলেটে অভিযানের তৃতীয় দিন অতিবাহিত ।। ২জঙ্গী ও ২পুলিশসহ নিহত ৮ আহত ৫০........

সিলেটে অভিযানের তৃতীয় দিন অতিবাহিত ।। ২জঙ্গী ও ২পুলিশসহ নিহত ৮ আহত ৫০........

 

নিউজ ডেস্কঃ সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ির আতিয়া ভবনের জঙ্গি আস্তানায় অভিযান অপারেশন টোয়াইলাইট' অব্যাহত রয়েছে। এ পর্যন্ত ২ জঙ্গিকে হত্যার দাবি করেছে সেনাবাহিনীর প্যারা কমান্ডোরা। আজ রবিবার বিকাল সাড়ে ৫টার পর আনুষ্ঠানিক ব্রিফিংয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সেনাবাহিনীর প্যারা কমান্ডোরা গুলি করে ২ জঙ্গিকে হত্যা করেছে। নিহত ২  জঙ্গিই পুরুষ। সেখানে এখনও একাধিক জঙ্গি অবস্থান করছে বলে ধারণা করা হচ্ছে। ব্রিফিংয়ে জানানো হয়, পুরো আতিয়া মহলের বিভিন্ন যায়গায় বিস্ফোরক ছড়িয়ে আছে। তাই সেনা কমান্ডোদের কৌশলে নিজেদের ক্ষয়ক্ষতি এড়িয়ে অভিযান শেষ করতে কিছুটা সময় নিয়েই অভিযান চালাতে হচ্ছে।

এদিকে গত ৭২ ঘন্টার অভিযানে সব মিলিয়ে ৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বিভিন্ন সুত্র । ইতিপুর্বেই জানানো হয়েছিল এতে ২ পুলিশ কর্মকর্তাসহ ৬ জন নিহত হয়েছেন। আর সাংবাদিক, পুলিশ, র্যা ব সদস্যসহ ৫০ জন আহত হয়েছেন। তবে নিহত ব্যক্তিদের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জঙ্গিবিরোধী ওই অভিযানের মধ্যে এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এই গোষ্ঠীর কথিত বার্তা সংস্থা ‘আমাক’ এই খবর দিয়েছে বলে জানিয়েছে অনলাইনে জঙ্গিদের কার্যক্রম পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।

উল্লেখ্য গত বৃহস্পতিবার রাত আড়াইটায় দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার আতিয়া মহলে এই জঙ্গিবিরোধী অভিযান শুরু হয়। গতকাল ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলে অভিযান শেষ হয়নি। এ নিয়ে গতকালও সিলেট ছিল থমথমে। অভিযানস্থলের চারপাশে ছিল সেনা, পুলিশ ও র্যা বের কড়া পাহারা।

জঙ্গিবিরোধী এই অভিযানের মধ্যে গত শনিবার সন্ধ্যার দিকে আতিয়া মহলের প্রায় ১৫০ গজের মধ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করে সেনাবাহিনী। এই সম্মেলন শেষ হতে না-হতেই আতিয়া মহল থেকে প্রায় ২৫০ গজ দূরে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয়। এর ৪০-৪৫ মিনিট পর আবারও বিস্ফোরণের শব্দ শোনা যায়। দ্বিতীয় বিস্ফোরণস্থলটি ছিল প্রথম বিস্ফোরণস্থল থেকে ১০০ খানেক গজ দূরে। এই ২টি  বিস্ফোরণই ঘটে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তাবলয়ের মধ্যে। তবে সেখানে মাঝেমধ্যেই কিছু উৎসুক লোকজন নিরাপত্তাবলয় ভেদ করে ঢুকে পড়ছিল। তাদের ঠেকাতে দিনভরই বেগ পেতে হয়েছে পুলিশকে।

কয়েকজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানা যায়, এ ঘটনার কিছুক্ষণ পর ঘটনাস্থল  থেকে বোমা অপসারণের সময় আবার বিস্ফোরণ হয়। শনিবারের এই বিস্ফোরণে নিহত হন সিলেটে পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক চৌধুরী আবু মো. কয়সর, মদনমোহন কলেজের হিসাববিজ্ঞান দ্বিতীয় বর্ষের ছাত্র ওয়াহিদুল ইসলাম অপু, সিলেটের দাড়িয়াপাড়ার বাসিন্দা শহীদুল ইসলাম।

পরে গতকাল দিনগত রাত ২টার দিকে জালালাবাদ থানার ওসি আখতার হোসেন আমাদেরকে জানান, ওই বিস্ফোরণের ঘটনায় জালালাবাদ থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম মারা গেছেন। তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। এ ছাড়া ওই ঘটনায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের উপ পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফাহিম নিহত হয়েছেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা ছাত্রলীগের সহসভাপতি রাশেদুল ইসলাম।

নিহত অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন