News71.com
 Bangladesh
 26 Mar 17, 06:29 PM
 234           
 0
 26 Mar 17, 06:29 PM

শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ উদ্ধার।।

শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ উদ্ধার।।

 

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন কোটি ৪৫ টাকা মূল্যের প্রায় ৭ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা।আজ রবিবার বিকেলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড.মঈনুল খান পরিত্যক্ত অবস্থায় এসব স্বর্ণ উদ্ধারের কথা জানান।

শুল্ক গোয়েন্দা জানায়, ফ্লাইট TG321 ব্যাংকক থেকে বেলা সোয়া ২টায় ঢাকায় অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা দল পুরো বিমান তল্লাশি করে। তল্লাশির এক পর্যায়ে বিমানের ইকোনমি ক্লাসের সিট কভারের ভেতর থেকে ৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের প্রতিটি বারে ১০ তোলা করে মোট ৬.৯৯০ কেজি পাওয়া যায়।

আটককৃত স্বর্ণের মূল্য প্রায় ৩ কোটি ৪৫ লক্ষ টাকা। স্বর্ণবারগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকালে ওই সিটে কোনো যাত্রী ছিলো না। তবে এয়ারলাইন্স কর্তৃপক্ষের সহায়তায় প্রকৃত দোষীদের শনাক্তের চেষ্টা চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন