
নিউজ ডেস্কঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও অগ্রগতির অন্তরায় যে কোনো পরিস্থিতি মোকাবিলায় মুক্তিযোদ্ধাদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। আজ রবিবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদের মায়া বীরবিক্রম মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ৩শতাধিক মুক্তিযোদ্ধাকে দেওয়া সংবর্ধনা ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, একাত্তরে বিজয় লাভ করার মধ্যে দিয়ে আমাদের রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হয়েছে। কিন্তু অর্থনৈতিক ও সামাজিক মুক্তির লক্ষ্যে মুক্তিযোদ্ধাদের সংগ্রাম আজীবন চলবে। তাই নিজ নিজ এলাকায় জনমত গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, স্বাধীনতা যুদ্ধে রাজাকার, আলবদর, শান্তিবাহিনী ও যুদ্ধাপরাধীরা সহযোগিতা না করলে এতো হত্যাকাণ্ড হতো না। বাংলাদেশের মাটিতে এদের ঠাঁই হবে না। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট রুহুল আমিন, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, উপজেলা চেয়ারম্যান মন্জুর আহম্মদ মঞ্জু।