News71.com
 Bangladesh
 26 Mar 17, 01:53 PM
 276           
 0
 26 Mar 17, 01:53 PM

জনতার কথা শুনতে ফেসবুক লাইভে আসছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।।

জনতার কথা শুনতে ফেসবুক লাইভে আসছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।।

 

নিউজ ডেস্কঃ জননিরাপত্তা বিধানে জনগণের প্রত্যাশা ও প্রাপ্তির বিষয়ে জনতে ফেসবুক লাইভে আসছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। আগামী মঙ্গলবার (২৮ মার্চ) রাত ৮টায় ডিএমপির ফেসবুক পেজ থেকে তিনি সরাসরি জনসাধারণের উদ্দেশে কথা বলবেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।

এ নিয়ে ডিএমপির ফেসবুক পেজ থেকে এরইমধ্যে একটি ইভেন্ট খোলা হয়েছে, https://www.facebook.com/events/1854683528107616/?ti=cl। যে কোনো অনিয়মের খবর কিংবা যে কোনো পরামর্শ সরাসরি কমিশনারের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়েছে ইভেন্ট পেজটিতে। এছাড়া, যে কোনো প্রশ্ন, মতামত ও পরামর্শ জানাতেও ইভেন্ট পেজটিতে পোস্ট করার কথা বলা হয়েছে।

সেখানে বলা হয়েছে, আপনার প্রশ্নের উত্তর কিংবা আপনার দেওয়া পরামর্শের ব্যাপারে কী ভাবছেন কমিশনার - তা জানতে চোখ রাখুন ডিএমপির ফেসবুক পেজে, আগামী মঙ্গলবার, ২৮ মার্চ, সন্ধ্যা ৮টায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন