
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এই জঙ্গিদের মদদ দিচ্ছে এবং পৃষ্ঠপোষকতা করছে। তা না হলে তাদের (জঙ্গি) এতোটা আশকারা পাওয়ার কথা ছিল না। আজ রোববার স্বাধীনতা দিবসের সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এ সময় সকলকে ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, আসুন, সাম্প্রদায়িক অপশক্তি, স্বাধীনতার যারা শত্রু; এদের প্রতিহত করি, প্রতিরোধ করি, পরাজিত করি।
উল্লেখ্য, আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানের কারণে মাঝখানে কিছুদিন জঙ্গিরা চুপচাপ থাকলেও চলতি মাসের শুরু থেকে আবারও দেশের বিভিন্ন স্থানে তাদের তৎপরতা দেখা যাচ্ছে। ঢাকার আশকোনায় র্যা বের স্থাপনায় আত্মঘাতি বোমা বিস্ফোরণের এক সপ্তাহের মধ্যে গত শুক্রবার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর পুলিশ বক্সের কাছে আরেক বিস্ফোরণে নিহত হয়েছেন ১ বোমা বহনকারী। এদিকে গত বৃহস্পতিবার রাত থেকে সিলেটের এক বাড়িতে জঙ্গি আস্তানা ঘিরে অভিযানের মধ্যেই গতকাল শনিবার রাতে সেখানে ২ দফা বিস্ফোরণে ২ পুলিশ সদস্যসহ ৬ জনের মৃত্যু হয়েছে।