News71.com
 Bangladesh
 26 Mar 17, 01:21 PM
 290           
 0
 26 Mar 17, 01:21 PM

সিলেটে জঙ্গি আস্তানা খ্যাত ‘আতিয়া’ মহলের চর্তুদিকে ১৪৪ ধারা জারি

সিলেটে জঙ্গি আস্তানা খ্যাত ‘আতিয়া’ মহলের চর্তুদিকে ১৪৪ ধারা জারি

নিউজ ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ির ‘জঙ্গি আস্তানা’ আতিয়া মহলের আশপাশে চার কিলোমিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রবিবার (২৬ মার্চ) সকাল ৭ টার দিকে এই ধারা জারি করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সিলেটের গোয়ালাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ফজল জানান, সকাল ৭ টার দিকে আতিয়া মহলের আশপাশে চার কিলোমিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ওই এলাকার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও বাহন ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে পারবে না। এ ছাড়া একসঙ্গে তিনজনের বেশি লোকজন চলাচল করা যাবে না। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। এদিকে ১৪৪ ধারা জারি করার পর বেশ ভোগান্তিতে পড়েছেন সিলেট সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন