
নিউজ ডেস্কঃ সন্তান জঙ্গিবাদে জড়িয়ে থাকতে পারে আশঙ্কা করে এক বাবা তাঁর ২ সন্তানকে পুলিশের কাছে সোপর্দ করেছেন। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর কাফরুল থানায় সন্তানদের নিজে সাথে করে নিয়ে এসে ওই বাবা তাদের পুলিশের কাছে রেখে যান।
সন্দেহভাজন ওই ২ জঙ্গির নাম দ্বীন ইসলাম দীনু (২৫) ও সালমান সাজিদ। ওই বাবা কাফরুল থানায় তাঁর এলাকার সাংসদ কামাল আহম্মেদ মজুমদারের উপস্থিতিতে ছেলেদের সোপর্দ করেন। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিকদার মো. শামীম হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।