
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থেকে র্যা বের প্রতিটি সদস্যকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন অব্যাহত রাখতে হবে। র্যা বের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ শনিবার দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট র্যািপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)-এর ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যাথবের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাষ্ট্রপতি। একই সঙ্গে র্যাাবের সেসব দেশপ্রেমিক অসীম সাহসী সদস্যগণকে তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন, যারা দেশের আইন-শৃঙ্খলা রক্ষার পবিত্র দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন। তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, দেশের এলিট ফোর্স হিসেবে র্যা ব সদস্যগণের পেশাদারিত্ব ও দৃঢ় মনোভাব দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আইনের শাসন প্রতিষ্ঠাসহ একটি স্থিতিশীল সমাজ প্রতিষ্ঠায় চিহ্নিত সন্ত্রাসী, জঙ্গি ও চরমপন্থী দমন, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদকের অপব্যবহার ও বিস্তার রোধ খুবই গুরুত্বপূর্ণ। র্যাববের সদস্যগণ ইতোমধ্যে আইন-শৃঙ্খলা রক্ষায় উঁচু পেশাদারী মনোভাব ও দক্ষতার পরিচয় দিয়ে জনমনে আস্থা স্থাপনে সক্ষম হয়েছেন। এ জন্য তিনি তাদের ধন্যবাদ জানান।
আবদুল হামিদ বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তাসহ চিহ্নিত সন্ত্রাসী, জঙ্গি, চরমপন্থীসহ জনজীবনে নিরাপত্তা বিঘ্নকারী সকল অশুভ শক্তিকে আইনের আওতায় আনতে আগামী দিনগুলোতেও র্যা বের সদস্যগণ উঁচুমানের পেশাদারিত্ব বজায় রেখে নির্মোহভাবে দায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন, এটা জাতি তা প্রত্যাশা করে।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শোষণ, বঞ্চনা, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ‘সোনার বাংলা’ গড়ার স্বপ্ন দেখেছিলেন। জাতির পিতার সেই স্বপ্ন পূরণে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলে নিজ নিজ অবস্থানে থেকে অবদান রাখারও আহ্বান জানান। র্যা বের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন তিনি।