News71.com
 Bangladesh
 25 Mar 17, 09:37 PM
 268           
 0
 25 Mar 17, 09:37 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আয়োজিত 'মুক্তি সংগ্রাম নাট্যোৎসব- ২০১৭' শুরু.....

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আয়োজিত 'মুক্তি সংগ্রাম নাট্যোৎসব- ২০১৭' শুরু.....

জাবি প্রতিনিধি: মুক্ত আলোয় আলোকিত করি ভুবন এ স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ ২৫ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে সাত দিনব্যাপী ‘মুক্তি সংগ্রাম নাট্যোৎসব- ২০১৭’। বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি ও নাটকের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের চেতনার জাগরণ ছড়িয়ে দেয়ার প্রয়াসে এই আলোচনা সভা ও নাট্য উৎসবের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক ও উৎসবের আহ্বায়ক অধ্যাপক বশির আহমেদ লিখিত বক্তব্যে উপস্থিত সাংবাদিকদের কাছে উৎসবের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে আজ ২৫ মার্চ থেকে সপ্তাহব্যাপী ‘মুক্তিসংগ্রাম নাট্য উৎসব’ শুরু হচ্ছে। আগামীকাল বিকেল সাড়ে চারটায় কেন্দ্রীয় খেলার মাঠে ‘মুক্তির আলোয় আলোকিত করি ভুবন’ শিরোনামে অনুষ্ঠিতব্য এ উৎসব উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি বীরপ্রতীক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন ড. মহিউদ্দিন খান আলমগীর এম.পি, ডা. দীপু মনি এম.পি, মাহবুবুল আলম হানিফ এম.পি, সিমিন হোসেন রিমি এম.পি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, সরকারি কর্মকমিশনের সদস্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। এরআগে ছাত্র-শিক্ষক কেন্দ্রের প্রাঙ্গণে সকাল দশটায় মুক্তিযুদ্ধের আর্ট ক্যাম্প ও স্বারক প্রদর্শনীর উদ্বোধন করা হবে।

উৎসবের অন্যান্য দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। উৎসবে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৫৪জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। উৎসব উপলক্ষে আজ ছাত্র-শিক্ষক কেন্দ্রে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক ও উৎসবের আহবায়ক অধ্যাপক বশির আহমেদ উপস্থিত সাংবাদিকদের কাছে উৎসবের বিস্তারিত তুলে ধরেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সংস্কৃতির শেকড় মর্মে প্রোথিত হলেই একটি জাতির কল্পনা, চিন্তা ও অনুসন্ধিৎসা বাস্তব ভিত্তির ওপর দাঁড়াতে পারে। ভাষা ও সংস্কৃতি কেবল উচ্চারণে সীমাবদ্ধ থাকলে মানুষের মননশীলতার উর্বরতা হারিয়ে যেতে পারে। তাই নাট্য উৎসবের মাধ্যমে আমরা সংস্কৃতির রসে সিক্ত হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করি। হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরাধিকারকে ধারণ করে বাংলাদেশ সমৃদ্ধি ও স্বচ্ছলতার দিকে অগ্রসর হচ্ছে। কিন্তু সমকালীন সন্ত্রাস, ধর্মীয় উগ্রতা ও জঙ্গিবাদের পরিপ্রেক্ষিতে সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে সাংস্কৃতিক জাগরণ আজ অবশ্যম্ভাবী হয়ে উঠেছে। জাতীয় জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে সমৃদ্ধির পাশাপাশি মানবিক মূল্যবোধ শাণিত না হলে বিপর্যয় অনিবার্য। রাষ্ট্র কাঠামোর বাহ্যিক নান্দনিক অবয়ব নির্মাণের সাথে সুকুমার-স্বতঃস্ফূর্ত প্রাণের প্রতিষ্ঠা জরুরি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংস্কৃতি ও নাটকের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দিতে চায় দেশের বৃহত্তর পরিসরে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনা সভা ও নাট্য উৎসবের আয়োজন করেছে।


ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক তাঁর বক্তব্যে আরো বলেন, আমরা বিশ্বাস করি, সুস্থ সংস্কৃতির বিস্তার ও চর্চাই একটি সহনশীল, উদার ও মানবিক পৃথিবী নির্মাণ করতে পারে। সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত এই বিশ্ববিদ্যালয়ে আমাদের উৎসবের বর্ণাঢ্য আয়োজনে থাকবে আলোচনা সভা, দেশবরেণ্য নাট্যব্যক্তিত্বকে স্মারক প্রদান, ৫টি মঞ্চনাটক, জাগরণের গান ও আবৃত্তি, শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানমালা, আর্ট ক্যাম্প, মুক্তিযুদ্ধের স্মারক প্রর্দশনী। ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এই বর্ণাঢ্য উৎসবের খবর গণমাধ্যমে প্রচারের জন্য সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের অনুরোধ করেন। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন জনসংযোগ অফিসের উপ-পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উৎসবের সমন্বয়কারী মহিবুর রৌফ শৈবাল, জনসংযোগ ও প্রচার কমিটির সদস্য সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষক শেখ আদনান ফাহাদ, সালমা আহমেদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন