News71.com
 Bangladesh
 25 Mar 17, 05:40 PM
 246           
 0
 25 Mar 17, 05:40 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারিকুল ইসলাম অপহৃত।।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারিকুল ইসলাম অপহৃত।।

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী তারিকুল ইসলাম রনিকে অপহরণের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরীর মুরাদপুর এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। রনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, চবি এক নম্বর গেইট এলাকায় রনি বন্ধু নুরুল্লাহকে প্রথমে মারধর করে একদল যুবক। এসময় তার কাছ থেকে রনির অবস্থান জেনে নিয়ে তাকে একটি খালের পাশে ফেলে রেখে চলে যায়। পরে মুরাদপুর গিয়ে রনিকে অপহরণ করে তারা।

চবি সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, রনি নামে একজন ছাত্রকে অপহরণ হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছি। পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ আমাদেরকে বলেন, অপহরণের বিষয়ে কেউ এখনো লিখিত অভিযোগ দেয়নি। তবে রনিকে উদ্ধারের জন্য প্রচেষ্টা চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন