News71.com
 Bangladesh
 25 Mar 17, 05:23 PM
 238           
 0
 25 Mar 17, 05:23 PM

সাতক্ষীরায় যুবলীগ নেতা রাসেল কবিরের বাড়িতে গুলি ও বোমা হামলা।।

সাতক্ষীরায় যুবলীগ নেতা রাসেল কবিরের বাড়িতে গুলি ও বোমা হামলা।।

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল কবিরের বাড়িতে গুলি ও বোমা হামলার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (২৪ মার্চ) রাত পৌনে ১১টার দিকে সদর উপজেলার কুচপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। যুবলীগ নেতা রাসেল কবির ২০১৩ সালের জামায়াত-শিবিরের হামলায় নিহত আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলামের ছেলে।

রাসেল কবিরের চাচা নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, তার ভাইপো রাসেল বাড়ির উঠানে ছিল। হঠাৎ তাকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি ও ৭ টি বোমা ছোড়ে দুর্বৃত্তরা। কিন্তু সে দ্রুত ঘরে চলে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন