News71.com
 Bangladesh
 25 Mar 17, 03:01 PM
 233           
 0
 25 Mar 17, 03:01 PM

অব্যাহত জঙ্গি কার্যক্রমের জেরে বাংলাদেশে ভ্রমণে সতর্কতা জারি করল অস্ট্রেলিয়া......

অব্যাহত জঙ্গি কার্যক্রমের জেরে বাংলাদেশে ভ্রমণে সতর্কতা জারি করল অস্ট্রেলিয়া......

 

নিউজ ডেস্কঃ জঙ্গি কার্যক্রমের সাম্প্রতিক ঘটনাগুলোকে কেন্দ্র করে বাংলাদেশ ভ্রমণে নতুন করে সতর্কতা জারি করেছে অস্ট্রেলিয়া সরকার। আজ শনিবার অস্ট্রেলিয়ান সরকারের পররাষ্ট্র বিষয়ক বিভাগের ওয়েবসাইটে এ সতর্কতা জারি করা হয়।

সতর্ক বার্তায় অস্ট্রেলিয়ার নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নতুন করে চিন্তা-ভাবনা করার পরামর্শ দেয়া হয়। এতে বলা হয়, বিমানবন্দরটির কার্যক্রম স্বাভাবিক থাকলেও, বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে উচ্চ নিরাপত্তা ঝুঁকি রয়েছে। যারা প্রয়োজনে বাংলাদেশ ভ্রমনের পরিকল্পনা করছেন, তাদের ভ্রমনের বিষয়টি পুনর্বিবেচনা করা দরকার।

এছাড়া সতর্ক বার্তায় বাংলাদেশ ভ্রমণের পরিকল্পনাকারীদের প্রয়োজনীয় খোঁজ খবর নিয়ে ভ্রমণে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে কিনা তা চেক করতেও ভ্রমণকারীদের পরামর্শ দেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন