News71.com
 Bangladesh
 25 Mar 17, 02:50 PM
 226           
 0
 25 Mar 17, 02:50 PM

আগামী বুধবার ১ দিনের সফরে ফরিদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।।

আগামী বুধবার ১ দিনের সফরে ফরিদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।।

নিউজ ডেস্কঃ আগামী বুধবার ১ দিনের সফরে ফরিদপুরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন বিকেলে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে তিনি হেলিকপ্টারে করে ফরিদপুরে আসবেন। আগামী বুধবার বিকেল পৌনে ৩টায় রাজেন্দ্র কলেজ মাঠে ২০টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ১২টি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। পরে ওই কলেজ মাঠে জনসভায় ভাষণ দেবেন তিনি। জনসভা শেষে সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

এদিকে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে শহরের প্রতিটি আনাচে-কানাচে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। শেখ হাসিনাকে স্বাগত জানাতে তোরণ নির্মাণ, ব্যানার, ফেস্টুন, নৌকা প্রতীকে ছেয়ে ফেলা হয়েছে। সড়ক বিভাজকসহ আশপাশের সব স্থাপনা ও ভবনে রঙ করা হয়েছে। এ ছাড়া সড়কের দুই পাশের ভবনে করা হয়েছে আলোকসজ্জা।

আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা বলেন,ওইদিন প্রধানমন্ত্রীর জনসভা সর্বাত্মক সফল করতে আমরা সব প্রস্তুতি নিয়েছি। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে ফরিদপুর জেলাবাসীর অনেক প্রত্যাশা। আমরা আশাবাদী প্রধানমন্ত্রী আমাদের প্রত্যাশা পূরণ করবেন।

আগামী বুধবার প্রধানমন্ত্রী যে ২০টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন সেগুলো হলো ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় ভবন, ফরিদপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নবনির্মিত ভবন, কবি জসীমউদদীন সংগ্রহশালা, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি, শিশু একাডেমি ভবন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরিদর্শকের কার্যালয়, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, আঞ্চলিক পাসপোর্ট অফিস, ফরিদপুর ৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্লান্ট,সরকারি রাজেন্দ্র একাডেমিক কাম পরীক্ষা হল,কুমার নদের ওপর সেতু, ভাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ, আঞ্চলিক নির্বাচন অফিস, বিএসআইটি ভবন, ভাঙ্গা থানা ভবন, মধুখালী ফায়ার সার্ভিস স্টেশন,সদর উপজেলায় বাখুণ্ডা রসুলপুর ভায়া নিখুরদী সড়ক, সদরের ডিক্রিরচর ইউনিয়নের মুন্সীডাঙ্গি কমিউনিটি ক্লিনিক ও ৩৩/১১ কেভি হাড়োকান্দি বিদ্যুৎ উপকেন্দ্র।

এ ছাড়া যে ১২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে সেগুলো হলো কুমার নদ পুনঃখনন, আলফাডাঙ্গা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র, পুলিশ সুপারের কার্যালয়, পুলিশ অফিসার্স মেস, পুলিশ হাসপাতাল, সালথা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক কাম প্রশাসনিক ভবন, সদরপুরের চন্দ্রপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের ছাত্রীনিবাস, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ১৫০০ আসন বিশিষ্ট মাল্টিপারপাস হল, সালথা ফায়ার সার্ভিস স্টেশন এবং সদরপুর ফায়ার সার্ভিস স্টেশন প্রকল্প।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন