News71.com
 Bangladesh
 25 Mar 17, 11:31 AM
 243           
 0
 25 Mar 17, 11:31 AM

সিলেটে জঙ্গি আস্তানায় প্যারা কমান্ডো , চলছে চুড়ান্ত অভিযানের প্রস্তুতি।।

সিলেটে জঙ্গি আস্তানায় প্যারা কমান্ডো , চলছে চুড়ান্ত অভিযানের প্রস্তুতি।।

নিউজ ডেস্কঃ সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানা এলাকায় সন্দেহভাজন জঙ্গি আস্তানায় আজ শনিবার সকাল ৮ টার দিকে পৌঁছেছে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ফোর্স। তাঁরা সেখানে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছেন। ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে এলাকার জনসাধারণ ও সংবাদকর্মীদেরকে সরে যেতে বলা হয়েছে। এলাকার বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি, পুলিশের সাঁজোয়া যান, কয়েকটি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে।

জঙ্গিরা অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ৫ তলা বাড়িটি ঘেরাও করে পুলিশ। গতকাল দিনভর বারবার মাইকে আহ্বান জানিয়েও ভেতরে থাকা জঙ্গিদের আত্মসমর্পণ করাতে পারেনি পুলিশ। উল্টো ভেতর থেকে গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। অভিযান চালাতে ঢাকা থেকে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াটের একটি দল গতকাল বিকেলে সিলেটে পৌঁছায়। রাতভর সোয়াট ও স্থানীয় পুলিশ বাড়িটি ঘিরে রাখে। সন্ধ্যার পর ঘটনাস্থলে সেনাবাহিনীর ২টি গাড়ি যায়। পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া গতকাল জানান, পুলিশকে সহায়তা দিতে সেনাসদস্যরা এসেছেন।

পুলিশের ধারণা, আতিয়া মহল নামের বাড়িটির নিচতলার একটি ফ্ল্যাটে সন্দেহভাজন জঙ্গিরা অবস্থান করছে। ভেতরে ১জন নারী থাকার কথা নিশ্চিত হলেও মোট কতজন আছে, সেটা জানা যায়নি। তবে পুলিশের ধারণা, ভেতরে নব্য জেএমবির গুরুত্বপূর্ণ নেতা মাইনুল ওরফে মুসা রয়েছেন। আতিয়া মহল নামে ৫ তলা ওই বাড়িটিতে মোট ২৯টি ফ্ল্যাট রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন