
নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৬টি স্বর্ণের বারসহ ১ যাত্রীকে আটক করেছে ঢাকা শুল্ক কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার রাত ৮টায় সিঙ্গাপুর থেকে টাইগার এয়ার এর টিআর২৬৫৬ ফ্লাইটে শাহজালালে অবতরণ করেন ওই যাত্রী। তার নাম মো. ওয়াহিদুজ্জামান সুজন মিয়া।
ঢাকা শুল্ক কর্তৃপক্ষের সহকারী কমিশনার এ এস এম আহসানুল কবীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেলে তাকে স্বর্ণ বহনের কথা জিজ্ঞাসা করলে তিনি অস্বীকার করেন। তবে হাসপাতালে নিয়ে এক্সরে করলে তার মলদ্বারের ভেতরে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। তিনি আরও বলেন, পরে বিমানবন্দরের টয়লেট ওই যাত্র্রীর মলদ্বার থেকে ১৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের ওজন ১ কেজি ৬০০ গ্রাম। যার মূল্য প্রায় ৭৫ লক্ষ টাকা।