
নিউজ ডেস্কঃ পঞ্চগড়ে জেলা মহিলা আওয়ামী লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে শহরের চৌরঙ্গী মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। দলীয় সূত্র জানায়, গত ২৮ জানুয়ারি কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে রেজিয়া ইসলামকে পুনরায় সভাপতি ও দিলখুশা প্রধান বিপ্লবীকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এরপর গত ২ ফেব্রুয়ারি ৭১ সদস্য বিশিষ্ট জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়।
জানা গেছে, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেজিয়া ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরা পারভীন, জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা রোকেয়া বেগম, নুরজাহান বেগম ও জয়ন্তী দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসমিন আরা, কানিজ ফাতেমা প্রমুখ বক্তব্য দেন। এ সময় নেতৃবৃন্দের পরিচিতির পাশাপাশি গণহত্যা দিবসে মোমবাতি প্রজ্বালন, কালো ব্যাজ ধারণ ও বদ্ধভূমিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণের কর্মসূচি হাতে নেওয়া হয়। এ ছাড়া স্বাধীনতা দিবসে জেলা আওয়ামী লীগের সঙ্গে যৌথভাবে কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয় সভায়। এতে বিভিন্ন উপজেলা, পৌরসভাসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।