
নিউজ ডেস্কঃ বেগমগঞ্জ উপজেলার জমিদার হাটে বাস চাপায় আজ সন্ধ্যায় মোটর সাইকেলের ২ আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহতরা হলেন বাচ্ছু মিয়া (৬৫) ও আবদুল মজিদ সুমন(৩০)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চৌমুহনী থেকে সেনবাগ যাওয়ার পথে মোটর সাইকেলের ২ আরহী চৌমুহনী সেনবাগ সড়কের জমিদার হাট পৌঁছলে বিপরীত থেকে সুগন্ধা নামে একটি বাস এসে মোটর সাইকেলটি চাপা দেয়। ঘটনাস্থলেই দুই আরোহী মারা যায়। পুলিশ বাসটি আটক করেছে।