News71.com
 Bangladesh
 24 Mar 17, 07:18 PM
 245           
 0
 24 Mar 17, 07:18 PM

মেয়েরাও এখন সন্ত্রাসের সাথে জড়িয়ে পড়ছে ।। পররাষ্ট্রমন্ত্রী

মেয়েরাও এখন সন্ত্রাসের সাথে জড়িয়ে পড়ছে ।। পররাষ্ট্রমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ মানসম্মত শিক্ষাই পারে দেশ ও দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করতে। শিক্ষিত জাতি গড়তে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষা প্রশাসনের সম্মিলিতভাবে কাজ করতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। মেয়েরাও এখন সন্ত্রাসের সাথে জড়িয়ে পড়ছে। তাই শিক্ষক ও অভিভাবকদের তাদের প্রতি বিশেষভাবে নজর রাখতে হবে।

আজ শুক্রবার চিরিরবন্দরের রাণীরবন্দর মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে অভিভাবক সমাবেশ ও নশরতপুর গ্রামের পালপাড়ায় পল্লী বিদ্যুতের নতুন সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি এ কথা বলেন।এছাড়াও প্রধান অতিথি উপজেলার বিন্যাকুড়ি-হরিহরপুর রাস্তায় ত্রাণের ব্রিজ, বিন্যাকুড়ি হতে ন্যাশনাল হাইওয়ে পর্যন্ত রাস্তার উদ্বোধন, দক্ষিণ নশরতপুর, তেঁতুলিয়া ইউনিয়নের গোন্দলগ্রামে নতুন বিদ্যুৎ লাইন সংযোগ ও আলোকডিহি ইউনিয়নের দলীয় অফিসের ছাদ ঢালাই কাজের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি দিপবিস-১’র সিনিয়র জেনারেল ম্যানেজার কাজী মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রব্বানী, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আয়ুবর রহমান শাহ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনজুরুল হক, প্রকৌশলী ফিরোজ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিমুদ্দিন গোলাপ প্রমুখ বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে রাণীরবন্দর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাপস কুমার পাল বক্তব্য রাখেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন