News71.com
 Bangladesh
 24 Mar 17, 07:16 PM
 241           
 0
 24 Mar 17, 07:16 PM

জঙ্গি দমনে সরকার জিরো টলারেন্স নিয়ে কাজ করছে।।মাহবুব উল আলম হানিফ

জঙ্গি দমনে সরকার জিরো টলারেন্স নিয়ে কাজ করছে।।মাহবুব উল আলম হানিফ

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, জঙ্গি দমনের ক্ষেত্রে বিএনপির এতো আপত্তি কেন? বিভিন্ন সময় তাদের বক্তব্যই প্রমাণ করে বাংলাদেশে যতো জঙ্গি সংগঠন আছে, সবার সঙ্গে বিএনপির একটা যোগসূত্র রয়েছে। আজ শুক্রবার সকালে কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মাহবুব উল আলম হানিফ আরও বলেন, বিএনপি যতোই মায়া কান্না করুক না কেন, কোনো লাভ হবে না। জনগণের নিরাপত্তার স্বার্থে জঙ্গি দমনে সরকার জিরো টলারেন্স নিয়ে কাজ করছে। আগামীতেও করবে। এ দেশ থেকে চিরতরে জঙ্গি নির্মূল করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন