News71.com
 Bangladesh
 24 Mar 17, 07:06 PM
 247           
 0
 24 Mar 17, 07:06 PM

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অস্ত্র ও গুলিসহ সাদেকুল ইসলাম আটক।।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অস্ত্র ও গুলিসহ সাদেকুল ইসলাম আটক।।

 

নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে একটি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ সাদেকুল ইসলাম নামে ১ যুবককে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাট কলাবাড়ি এলাকার একটি আম বাগানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সাদেকুল ইসলাম শিবগঞ্জ উপজেলার আজমতপুর হুদমা গ্রামের মেরাতুল ইসলামের ছেলে।

আটকের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সাদেকুল পুলিশের উপর হামলা চালিয়ে পালানোর চেষ্টা করে বলে পুলিশ দাবি করেছে। একপর্যায়ে পুলিশ সদস্যরা তাকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি পিস্তল,২টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শিবগঞ্জ থানার ওসি রমজান আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন