
নিউজ ডেস্কঃ ভোলার তজুমদ্দিনে বাজারের শত বছরের পুরনো কালী মন্দিরের জায়গা দখল করে মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও পথসভা করেছে স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন। আজ শুক্রবার দুপুরে উপজেলা সদরে প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন শেষে পথসভায় বক্তারা বলেন, শত বছর ধরে এ মন্দিরে তারা পূজা-আর্চনা করে আসছেন। কিন্তু একটি প্রভাবশালী মহল মন্দিরের জমি দাবি করে রাতের আঁধারে মার্কেট নির্মাণ করে। তাই প্রশাসনের কাছে দ্রুত মন্দিরের জমি ফেরত পাওয়ার দাবি জানানো হয়। পরে তারা শহরে বিক্ষোভ মিছিল বের করে। উল্লেখ্য, কয়েক দিন ধরে শ্রী শ্রী কালী মন্দিরটি সংস্কারের কাজ শুরু হয়। এর মধ্যেই প্রভাবশালী মহল জমিটি দখল করে নেয়।