
নিউজ ডেস্ক : বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপির দুটি শূন্যপদ পূরণের উদ্যোগ নিয়েছে পুলিশ সদর দপ্তর। এছাড়া পুলিশের মাঠ পর্যায়ের ডিআইজি পর্যায়ে বেশকিছু গুরুত্বপূর্ন পদে রদবদল করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা। যদিও গত বেশ কিছুদিন ধরেই এই রদবদল ও পদায়নে তৎপর পুলিশ সদর দপ্তর । বেশ কয়েকবার পুলিশ সদর দপ্তর থেকে সেই প্রস্তাব মন্ত্রনালয়ে পাঠিয়ে নানান সমিকরনে পড়ে তা আবার ফেরত আনতে বাধ্য হয় । এবং বার বার কাটাকাটি করে তা আবার চুড়ান্ত করা হয়েছে ।
স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের একটি দায়িত্বশীল সুত্র জানায়, পুলিশ সদর দপ্তরের কর্মরত সিনিয়র ডিআইজি বিনয় কৃষ্ণ বালা এবং ডিআইজি (টেলিকম) নওশের আলীকে অতিরিক্ত আইজি হিসেবে চলতি দায়িত্ব দেয়া হচ্ছে। এর বাইরে মাঠ পর্যায়ের কয়েকটি রেঞ্জের ডিআইজি পদের রদবদল হচ্ছে। খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি করা হতে পারে। খুলনা রেঞ্জের ডিআইজির দায়িত্ব পেতে পারেন ডিএমপির অতিরিক্ত কমিশনার দিদার আহমেদ।
আর ঢাকা রেঞ্জের ডিআইজির শূন্যপদে নিয়োগ পেতে পারেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিক আহমেদ। উল্লেখ্য চলতি মাসের প্রথম সপ্তাহের শেষে ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নূরুজ্জামানের চাকরির মেয়াদ শেষ হওয়ায় পদটি শূন্য হয়। এরই মধ্যে পুলিশ সদর দপ্তর থেকে প্রেরিত প্রস্তাবটির সারসংক্ষেপ তৈরী করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠিয়েছে। প্রধানমন্ত্রীর সবুজ সংকেত পেলে এ বিষয়ে সরকারি আদেশ জারি হবে বলে নিশ্চিত করেছে সুত্রটি।