
নিউজ ডেস্কঃ বাগেরহাটের মোরেলগঞ্জ বাজারে এক অগ্নিকাণ্ডে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। আজ শুক্রবার ভোরে পানগুছি নদী সংলগ্ন উপজেলার মূল বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মোরেলগঞ্জ দমকল বাহিনী এবং স্থানীয়রা প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে আগুনে ৪ টি মুদিমনোহারী দোকান এবং বিভিন্ন ধরণের মালামাল রাখা ৬ টি গুদাম পুড়ে যায়। আগুনে পুড়ে প্রায় ১কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে দমকল বাহিনীর সদস্যরা জানিয়েছেন।
বাগেরহাটের মোরেলগঞ্জের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা হায়দার আলী আকন জানান, আজ শুক্রবার ভোর ৪টার দিকে বাজারে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে তারা দ্রুত ছুটে যায় এবং স্থানীয়দের সহয়াতায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়নন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে তিনি জানান।