News71.com
 Bangladesh
 24 Mar 17, 02:47 PM
 222           
 0
 24 Mar 17, 02:47 PM

ভারতের সেনা প্রধান বিপিন রাওয়াত বাংলাদেশে আসছেন....

ভারতের সেনা প্রধান বিপিন রাওয়াত বাংলাদেশে আসছেন....

নিউজ ডেস্কঃ ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত ২ দিনের সফরে ঢাকা আসছেন। ৩০ মার্চ তিনি ঢাকা পৌঁছবেন। ২ দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তাবিষয়ক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে তিনি এ সফরে আসছেন। গতকাল বৃহস্পতিবার সূত্রের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে,জেনারেল রাওয়াত ২৮ মার্চ ২ দিনের সফরে নেপাল যাবেন। ৩০ মার্চ কাঠমাণ্ডু থেকে ঢাকা পৌঁছবেন তিনি।

ঢাকা সফরে জেনারেল রাওয়াত বাংলাদেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ৭-১০ এপ্রিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের আগেই ভারতীয় সেনাপ্রধান ঢাকা আসছেন। গত বছর ১৭ ডিসেম্বর ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে বিপিন রাওয়াতের নাম ঘোষণা করা হয়। ৩১ ডিসেম্বর তিনি নতুন দায়িত্ব দায়িত্ব নেন। সেনা প্রধানের দায়িত্ব নেওয়ার আগে তিনি লেফটেন্যান্ট জেনারেল হিসেবে সেনাবাহিনীর উপপ্রধানের দায়িত্বে ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন