News71.com
 Bangladesh
 24 Mar 17, 01:21 AM
 260           
 0
 24 Mar 17, 01:21 AM

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসে বাসে মুখোমুখি সংঘর্ষ, নিহত ১,আহত ৩২।।

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসে বাসে মুখোমুখি সংঘর্ষ, নিহত ১,আহত ৩২।।

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে ২ যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১ শিশুযাত্রী ঘটনাস্থলেই নিহত ও অন্তত ৪২ জন আহত হয়েছেন। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় ৮ জনকে সিরাজগঞ্জ সদরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রায়গঞ্জ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দলের প্রধান ইন্সপেক্টর মাহাবুব উজ-জামান জানান- ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার সাহেবগঞ্জ বাসস্ট্যান্ডের অদূরে বিকাল ৩ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঢাকা থেকে বগুড়াগামী বাস হাই ট্রাভেলস( ঢাকা মেট্রো-ব- ১৪-০৭০৩) ও গাইবান্ধা থেকে ঢাকা অভিমুখী বাস নওগাঁ ট্রাভেলস (ঢাকা মেট্রো-ব- ১১-৯৫৯৩) মুখোমুখি সংঘর্ষ হলে উভয় যানবাহনের সম্মুখভাগ দুমড়ে মুচড়ে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই নিহত হয় আকাশ (১০) নামের শিশু। গুরুতর আহত হয় একই পরিবারের আরো ৩ জন শিশু। এরা হল- হাসান (৮), হাবিবা (৩) ও ইলমা (১০)। অন্যান্য গুরুতর আহতরা হলেন- শিরিন খাতুন(৪০), ফেলো খাতুন (৩০), হাজেরা খাতুন(৩০) ও শিহাব রানা (৮)। নিহত শিশুর পিতার নাম মিজানুর রহমান। এরা সবাই দিনাজপুর জেলার নবাবগঞ্জের বাসিন্দা। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল দুর্ঘটনা কবলিত বাস ২ টি উদ্ধার করে। বাস ২ টি হাইকুমরুল হাইওয়ে থানা হেফাজতে। থানায় মামলা হয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই রাজিবুল করিম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন