News71.com
 Bangladesh
 24 Mar 17, 01:11 AM
 228           
 0
 24 Mar 17, 01:11 AM

বর্তমান সরকার পুলিশকে তাদের নিজের স্বার্থে ব্যবহার করছে ।। নজরুল ইসলাম খাঁন

বর্তমান সরকার পুলিশকে তাদের নিজের স্বার্থে ব্যবহার করছে ।। নজরুল ইসলাম খাঁন

নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খাঁন বলেছেন, বর্তমান সরকার আইনি অস্ত্রের অপব্যবহার করছে। পুলিশকে তাদের নিজের স্বার্থে ব্যবহার করছে। এ সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। বিগত ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনে এ সরকারের স্বরূপ জনগণ দেখেছে। গত সংসদ নির্বাচনে দেশের ৫২ ভাগ মানুষ ভোট দিতে পারে নাই। বিএনপি অনেক বড় দল যার ফলে দলের ভেতর কিছু গ্যাপ তৈরি হয়েছে। কর্মী না থাকলে দলের নেতাদের কোন মূল্য নেই। তিনি সকল ভেদাবেধ ভুলে দলের সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার জন্য দলের সকল নেতা-কর্মীদের প্রতি আহবান জানান। তিনি গতকাল নগরীর ২৭নং ওয়ার্ডের নৌয়াগ্রাম চৌধুরী বাড়িতে এক উঠান বৈঠক অনুষ্ঠানে এ কথা বলেন।

এ সময় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আলহাজ মনিরুল হক চৌধুরী। উঠান বৈঠকে বাংলাদেশ বার কাউন্সিল রুল এন্ড পাবলিকেশন্স কমিটির সদস্য এডভোকেট কাইমুল হক রিংকু, বিএনপি নেতা খন্দকার জহিরুল ইসলাম স্বপন, মোস্তাফিজুর রহমান বাবুল, ইসমাইল মজুমদার, ২০নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মজিবুর রহমান, ২১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কাজী মো. মাহবুবুর রহমান, ২৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. খলিলুর রহমান মজুমদার, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. সহিদুল ইসলাম, সদর দক্ষিণ উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আমিনুল ইসলাম, ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, ২৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, নাট্য সংগঠক ওমর ফারুক চৌধুরী সুমন, যুবদল নেতা রাকিব হাসান মনোয়ার, জয়নাল আবেদীন, জাকির হোসেন, মনির হোসেন, সোহেল মজুমদার, রিপন, হুমায়ুন কবির, ইমনসহ দলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন