News71.com
 Bangladesh
 23 Mar 17, 09:04 PM
 228           
 0
 23 Mar 17, 09:04 PM

বিয়ানীবাজার ও মাকসুদরপুর পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন চুড়ান্ত

বিয়ানীবাজার ও মাকসুদরপুর পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন চুড়ান্ত

নিউজ ডেস্কঃ সিলেট জেলার বিয়ানীবাজার পৌরসভায় মো. আব্দুস শুকুর ও গোপালগঞ্জ জেলার মুকসুদপুর পৌরসভা নির্বাচনে মো: আতিকুর রহমান মিয়াকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগ স্থানীয় সরকার (পৌরসভা) মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক গোপালগঞ্জ জেলার মুকসুদপুর ও সিলেট জেলার বিয়ানীবাজার পৌরসভার দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। আজ আওয়ামী কেন্দ্রিয় কার্যালয় থেকে এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠার প্রায় ১৭ বছর পর বিয়ানীবাজার পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৫ এপ্রিল মঙ্গলবার। ঘোষিত তফশীল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৭ মার্চ। বিয়ানীবাজার পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া আব্দুস শুকুর পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন