News71.com
 Bangladesh
 23 Mar 17, 08:32 PM
 219           
 0
 23 Mar 17, 08:32 PM

আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল ইমিগ্রেশনে জনবলের অভাবে চরম দূর্ভোগে যাত্রীরা।।

আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল ইমিগ্রেশনে জনবলের অভাবে চরম দূর্ভোগে যাত্রীরা।।

নিউজ ডেস্কঃ দেশের বৃহত্তম আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল ইমিগ্রেশনে চরম দূর্ভোগের শিকার হচ্ছে ভারত-বাংলাদেশ গমনাগমনকারী পাসপোর্ট যাত্রীরা। প্রতিদিন কাকডাকা ভোরে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পাসপোর্ট যাত্রীরা ইমিগ্রেশন ও কাস্টমস এর আনুষ্ঠানিকতা শেষ করতে মহাসড়কে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকছে। একজন যাত্রীকে অভিবাসন প্রক্রিয়ার কাজ শেষ করে ভারত ভূখণ্ডে পৌঁছাতে প্রায় ৩ ঘন্টা সময় দিতে হচ্ছে।

অভিবাসন প্রক্রিয়ার কাজে প্রথমে সোনালী ব্যাংকের বুথে ভ্রমণকর জমা দেয়ার বিশাল লাইন পার হয়ে পাসপোর্ট যাত্রীকে আসতে হচ্ছে কাস্টম এবং ইমিগ্রেশন কাউন্টারের লাইনে। কাস্টমস-ইমিগ্রেশন ভবনের দুই পাশে রয়েছে ৪টি বহির্গমন ও ৪টি আগমনী কাউন্টার। তার মধ্যে রয়েছে ১টি করে বিদেশী কাউন্টার। মহিলা এবং রোগীদের জন্য কোনো কাউন্টার না থাকায় চরম দুর্ভোগে পড়ছে রোগীসহ তাদের আত্মীয় স্বজনরা। এদিকে বয়স্ক ব্যক্তিরা কিছু সময় লাইনে দাঁড়িয়ে থেকে মহাসড়কের উপরেই বসে পড়তে বাধ্য হচ্ছে।

আজ সকালে সরেজমিনে বেনাপোল চেকপোস্টে যেয়ে দেখা যায় এসব দৃশ্য। বিদেশী যাত্রীরাও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে বিব্রত বোধ করছে। ঢাকার বাংলা মটর এলাকার তৌহিদুল ইসলাম জানান, রোগীসহ তার স্বজনরা সারারাত জেগে গ্রীন লাইন পরিবহনে এসে রাস্তায় দাঁড়িয়ে আছে। চৈত্র মাসের রৌদ্রে দাঁড়িয়ে থেকে কিছু সময় আগে একজন মহিলা যাত্রী অজ্ঞান হয়ে পড়েছে।

যাত্রীদের দুর্ভোগের বিষয়ে বেনাপোল ইমিগ্রেশনের সেকেন্ড অফিসার ফজলুল হক জানান, প্রতিটি পাসপোর্টের জন্য যদি ১ মিনিট সময় ব্যয় হলেও অনেক সময় লাগবে। বেনাপোল ইমিগ্রেশনে জনবল বৃদ্ধি করা না হলে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করবে। সরকার শুধুমাত্র বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত গমনাগমনকারী পাসপোর্ট যাত্রীদের কাছ গত একমাসে ৪ কোটি ৪০ লাখ টাকার রাজস্ব আয় করেছে বিদেশ ভ্রমন কর বাবদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন