News71.com
 Bangladesh
 23 Mar 17, 08:30 PM
 235           
 0
 23 Mar 17, 08:30 PM

আগামীকাল বঙ্গবন্ধুর ছোট বোন আমেনা বেগমের ১২তম মৃত্যুবার্ষিকী।।

আগামীকাল বঙ্গবন্ধুর ছোট বোন আমেনা বেগমের ১২তম মৃত্যুবার্ষিকী।।

নিউজ ডেস্কঃ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট বোন ও সাবেক মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের সহধর্মীনি আমেনা বেগমের ১২তম মৃত্যু বার্ষিকী আগামীকাল শুক্রবার। আমেনা বেগম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র মা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফু।

মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমার রুহের মাগফেরাত কামনায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামে হাসানাত আবদুল্লাহ’র বাড়িতে এদিন দিনভর কোরআনখানি, দোয়া-মোনাজাত এবং মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। এতে বরিশালের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাসহ কয়েক হাজার মানুষ অংশগ্রহন করবেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন