News71.com
 Bangladesh
 23 Mar 17, 08:06 PM
 220           
 0
 23 Mar 17, 08:06 PM

সুন্দরবনের চুনা নদীর খাল থেকে হরিণ ধরার ২৪ ফাঁদসহ গরাণকাঠ বোঝাই নৌকা উদ্ধার।।

সুন্দরবনের চুনা নদীর খাল থেকে হরিণ ধরার ২৪ ফাঁদসহ গরাণকাঠ বোঝাই নৌকা উদ্ধার।।

 

নিউজ ডেস্কঃ সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের চুনা নদী সংলগ্ন একটি খাল থেকে কর্তন নিষিদ্ধ গরাণকাঠ বোঝাই একটি নৌকা ও হরিণ শিকারের ২৪ টি ফাঁদ জব্দ করেছে বনবিভাগের সদস্যরা। বৃহস্পতিবার সকালে সুন্দরবন ৪৭ নং কম্পার্টমেন্টের আওয়তাধীন চুনা নদী সংলগ্ন আক্কাজের খাল থেকে উক্ত নৌকা বোঝাই কাঠসহ হরিণ শিকারের ফাঁদ গুলো জব্দ করা হয়।

তবে, এ সময় পাচারকারীরা দ্রুত পালিয়ে যাওয়ায় বনবিভাগের সদস্যরা তাদের আটক করতে সক্ষম হননি। কদমতলা টহল ফাঁড়ির ওসি নাছির উদ্দীন জানান, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠ পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদেও ভিত্তিতে চুনা নদী সংলগ্ন আক্কাজের খালে অভিযান চালানো হয়।

এ সময়ে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারকারী ও পেশাদার হরিণ শিকারী চক্রের ২ সদস্য মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিন কদমতলা গ্রামের মৃত সাদেক সরদারের ছেলে কালাম সরদার ও পাশ্ববর্তী মথুরাপুর গ্রামের দলিলুর রহমানের ছেলে আব্দুর রব দ্রুত সুন্দরবনের মধ্যে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে সেখানে তল্লাশি চালিয়ে ৩০ ঘনফুট গরাণকাঠ ভর্তি একটি নৌকা ও হরিণ শিকারের ২৪ টি ফাঁদ জব্দ করা হয়। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন-সংরক্ষক মাকসুদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন