News71.com
 Bangladesh
 23 Mar 17, 08:02 PM
 208           
 0
 23 Mar 17, 08:02 PM

গাজীপুরে ট্রাক ও টেম্পোর সংঘর্ষ, নিহত ২ আহত ৫।।

গাজীপুরে ট্রাক ও টেম্পোর সংঘর্ষ, নিহত ২ আহত ৫।।

নিউজ ডেস্কঃ গাজীপুরে ট্রাকের ধাক্কায় টেম্পোর ২ যাত্রী নিহত ও অপর ৫ জন গুরুতর আহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মহা নগরীর ভোগড়া এলাকার জনি গার্মেন্টের সামনে ঢাকা বাইপাস মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে ২-৩ জনের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। স্থানীয় নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আব্দুস সালাম জানান, দুপুর ১ টার দিকে কোনাবাড়ি থেকে যাত্রীবাহী একটি টেম্পো ভোগড়া বাইপাস মোড়ে যাচ্ছিল। এসময় পিছনদিক থেকে একটি দ্রুতগামী ট্রাক টেম্পুটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে টেম্পোর ৭ যাত্রী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ২ জন মারা যায়। দুর্ঘটনায় আহতরা হলেন গাজীপুর মহানগরীর চান্দনা এলাকার শাহজাহান মিয়ার ছেলে আশরাফুল ইসলাম (২৫), নলজানী এলাকার নবী নেওয়াজের ছেলে আবুল হাসেম (৩৪), ভুরুলিয়া এলাকার ইদ্রিস আলীর ছেলে মাসুদ (৩৫), ইউনুছ তালুকদার (৩২) ও রুবেল (৩৫)। ওই হাসপাতালের আবাসিক ডাক্তার প্রণয় ভূষণ দাস জানান, দুর্ঘটনায় হাসপাতালে অজ্ঞাত ২ যুবকের লাশ আনা হয়। এদের একজনের বয়স ৩৫ এবং অপরজনের বয়স ২৮ বছর। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন