
নিউজ ডেস্কঃ রংপুরে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। গতকাল বুধবার বিকেলে মেলা আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক। রংপুর পুলিশ লাইন্স মাঠে মাসব্যাপী এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ফজলে এলাহি, রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, রংপুর চেম্বারের সিনিয়র সহসভাপতি মোস্তফা আহমেদ, রংপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারা ফেরদৌসি পলি, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজাউল করিম মিলন প্রমুখ।
রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, রংপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনায় মাসব্যাপী এ শিল্প ও বাণিজ্য মেলায় ১০০টি স্টল রয়েছে।