
নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে ৮ টি দেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ নুরুল আলম (৩৫) নামে ১ যুবককে গ্রেফতার করেছে র্যা্ব-৭। আজ বুধবার ভোরে টেকনাফ উপকূলীয় ইউনিয়নের বাহারছড়া শামলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাচব-৭ এর কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন। সে বাহারছড়া শামলাপুর এলাকার ইজ্জত আলীর ছেলে বলে জানা যায়।
র্যা ব -৭ এর মেজর মো. রুহুল আমিন জানান, গোপন সংবাদে খবর পেয়ে র্যা্বের একটি টিম সেখানে অভিযান চালায়। র্যারবের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে নুরুল আলমকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৮টি দেশি অস্ত্র ও বেশ কিছু গুলি উদ্ধার করা হয়। নুরুল আলমের বিরুদ্ধে টেকনাফ-শামলাপুর সড়কে ডাকাতির অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে টেকনাফ থানায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ৫টি মামলা আছে।