News71.com
 Bangladesh
 22 Mar 17, 08:48 PM
 225           
 0
 22 Mar 17, 08:48 PM

সরকার গায়ের জোরে করে রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করছে ।। অ্যাডভোকেট সুলতানা কামাল

সরকার গায়ের জোরে করে রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করছে ।। অ্যাডভোকেট সুলতানা কামাল

 

নিউজ ডেস্কঃ সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সুলতানা কামাল অভিযোগ করেছেন, সরকার জোর করে সুন্দরবনের পাশে রামপালে কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র স্থাপন করছে। আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। সুলতানা কামাল বলেন, কোনো ধরনের পর্যবেক্ষণ ও নিরীক্ষা ছাড়াই একপ্রকার জোর করে সরকার রামপালে তাপ বিদ্যুৎকেন্দ্র স্থাপন করছে। দেশে এমন অবস্থা যে প্রধানমন্ত্রী রাজি হয়েছেন, এখন যেকোনোভাবেই হোক এই প্রকল্প বাস্তবায়ন করতে হবে, এতে দেশের মঙ্গল হোক আর যাই হোক।

তা ছাড়া তাদের সর্বশেষ একটি যুক্তি থাকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা কি কোনো দিন দেশের ক্ষতি করতে পারেন? আমরাও বিশ্বাস করতে চাই তিনি দেশের বিরুদ্ধে কোনো কাজই করবেন না। কিন্তু তাকে দিয়ে যারা দেশের জন্য ক্ষতি হয় এমন কাজ করাতে চাইছেন তাদের বিষয়ে তো প্রধানমন্ত্রীকে সচেতন করতে হবে। সুন্দরবন রক্ষা কমিটির এ আহ্বায়ক বলেন, বিভিন্ন মহল থেকে বলা হয় আমরা বিদ্যুৎকেন্দ্রের জন্য বিকল্প জায়গার কথা বলি না কেন? আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই বিকল্প জায়গা নির্ধারণের কাজ কি আমাদের? পরিবেশবাদী হিসেবে আমাদের  দায়িত্ব পরিবেশের ক্ষতি হয় এমন প্রকল্প সম্পর্কে সচেতনতা বাড়ানো।

এ ছাড়া দেশে একটি নিয়ম এখন চালু হয়েছে, কোনো প্রকল্প শুরুর আগে সরকার একধরনের কথা বলে, আর যখন কাজ শুরু হয় তখন অন্য ধরনের কথা বলে। রামপাল বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপন্ন বিদ্যুৎ জনগণ আসলে পাবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করে সুলতানা কামাল বলেন, আমরা জানতে পেরেছি রামপালের আশপাশে ৩ শতাধিক শিল্পকারখানা গড়ার অনুমতি দিয়েছে সরকার। এসব কারখানায় এই প্রকল্প থেকে বিদ্যুৎ দেওয়া হবে আর বিদ্যুতের দামও অনেক বেশি নির্ধারণ করা হয়েছে। তাই এখন বলা মুশকিল যে সাধারণ জনগণ এই প্রকল্প থেকে বিদ্যুৎ পাবে কিনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন