
নিউজ ডেস্কঃ দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ শুরু হচ্ছে আগামী ২৬ মার্চ থেকে। চলবে আগামী ১ এপ্রিল পর্যন্ত। দিবসটিতে এবারের প্রতিপাদ্য হচ্ছে- ‘দুর্নীতি হলে শেষ-নিজে বাঁচবো, বাঁচবে দেশ’। দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৭ উদযাপন উপলক্ষে আজ বুধবার সকালে কমিশনের চেয়ারম্যানের কক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, আর্থ-সামাজিক মুক্তির জন্য দুর্নীতির বিরুদ্ধে চলমান সংগ্রামে দেশের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে হবে। দুর্নীতি দমন কমিশন এক্ষেত্রে প্লাটফরম হিসেবে কাজ করবে।
দেশব্যাপী বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচিতে সাধারণ মানুষের উপস্থিতি বৃদ্ধির অনুরোধ জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষ সম্পৃক্ত থাকলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে।প্রতি বছরের মতো এবারও নানা কর্মসূচির মধ্যে দিয়ে দুর্নীতি দমন কমিশন আগামী ২৬ মার্চ থেকে ১ এপ্রিল উদযাপন করবে। ২৬ মার্চ সকাল ৮টায় কমিশনের প্রধান কার্যালয় প্রাঙ্গনে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ কমিশনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে শান্তির প্রতীক পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিরোধ সপ্তাহের উদ্বোধন করবেন।
পরবর্তীতে কমিশনের প্রধান কার্যালয়ের মিডিয়া সেন্টারে দুর্নীতিবিরোধী ব্যাঙ্গাত্মক কার্টুন ও পোস্টার প্রদর্শনীর উদ্বোধন করবেন দুদক চেয়ারম্যান। উদ্বোধন শেষে তাঁর নেতৃত্বে কমিশনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি স্বরূপ পুস্পস্তবক অর্পণ করবেন এবং শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করবেন। সপ্তাহব্যাপী এই প্রদর্শনী সর্বসাধারণের জন্য প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।