News71.com
 Bangladesh
 22 Mar 17, 10:00 AM
 239           
 0
 22 Mar 17, 10:00 AM

গাইবান্ধা- সুন্দরগঞ্জ আসনের উপনির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে।।

গাইবান্ধা- সুন্দরগঞ্জ আসনের উপনির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে।।

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয় এবং টানা বিকাল ৪টা পর্যন্ত চলবে। এখন পর্যন্ত সব কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে বলে জানা গেছে। আওয়ামী লীগ প্রার্থী গোলাম মোস্তফা আহমেদ (নৌকা) ও জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারীর (লাঙ্গল) মধ্যেই মূল লড়াই চলছে বলে মনে করা হচ্ছে। গত বছরের ৩১ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে এমপি মঞ্জুরুল ইসলাম লিটন নিহত হওয়ার পর আসনটি শূন্য হয়।

গতকাল মঙ্গলবার বিকাল ৩টার মধ্যে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ থেকে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারদের কাছে ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ অন্যান্য সরঞ্জামাদি বুঝিয়ে দেয়া হয়। এর আগে গত সোমবার রাত ১২টায় নির্বাচনী প্রচার শেষ হয়। প্রকাশ্যে নির্বাচনী প্রচার বন্ধ থাকলেও বিভিন্ন চায়ের দোকান, অফিস ও হাট-বাজারে ভোটারদের প্রার্থীদের নিয়ে নানা সমীকরণে ব্যস্ত থাকতে দেখা যায়। নিজেদের পছন্দের প্রার্থীদের পক্ষে নানা যুক্তি তুলে ধরছিলেন।

নির্বাচন কমিশন থেকে বলা হয়, প্রতিটি ভোটকেন্দ্রে আটজন পুলিশসহ ২২ জন এবং গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রে ১০ জনসহ ২৪ জন আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এ ছাড়া পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ান আনসারের সমন্বয়ে প্রতি ইউনিয়নে ৩ টি এবং পৌর এলাকায় ৫ টি মোবাইল টিমসহ মোট ৫০টি মোবাইল টিম কাজ করছে। এর পাশাপাশি ১৭টি স্ট্রাইকিং ফোর্স মোতায়েন ছাড়াও র্যা বের ১৭টি টিমসহ ৮ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

রিটার্নিং অফিসার ও রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন সাংবাদিকদের জানান, এ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৩ হাজার ৮০৭ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৭০ হাজার ৮৪১ ও পুরুষ ভোটার ১ লাখ ৬২ হাজার ৯৬৬।

ভোট কেন্দ্র ১০৯টি ও বুথ ৬৩৭টি। এর মধ্যে সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। সুন্দরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নের এসব কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৫৪টি কেন্দ্র। তার মধ্যে দুর্গম চরাঞ্চলে রয়েছে ১৫টি কেন্দ্র।
তিনি বলেন, নিশ্ছিদ্র নিরাপত্তায় ভোট সম্পন্ন করার লক্ষ্যে ১৯ জন ম্যাজিস্ট্রেট, আট প্লাটুন বিজিবি, র্যা বের ১৬টি ইউনিট,৪ হাজার পুলিশ ও আনসার দায়িত্ব পালন করছে।

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন প্রার্থী। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া অন্য প্রার্থীরা হচ্ছেন- জাসদের মোহাম্মদ আলী প্রামাণিক (মশাল), জেপির ওয়াহেদুজ্জামান সরকার বাদশা (সাইকেল), গণফ্রন্টের শরিফুল ইসলাম (মাছ), এনপিপির জিয়া জামান খান (আম) ও স্বতন্ত্র প্রার্থী মোস্তফা মোহসিন (আপেল)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন