
নিউজ ডেস্ক : পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে তিস্তা চুক্তির কোন সম্ভাবনা নেই। তবে তিনি আশাবাদ ব্যাক্ত করেন, দেরি হলেও ভবিষ্যতে এই চুক্তি হবে। মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে ‘বর্জ্য পানির ব্যবস্থাপনা’ বিষয়ক দৈনিক ভোরের কাগজ আয়োজিত বিশ্ব পানি দিবস (২২ মার্চ) উপলক্ষে এক গোলটেবিল আলোচনায় আনিসুল ইসলাম এ কথা জানান।
সভায় তিনি বলেন, ‘যেকোনো দেশেই একটি রাজনৈতিক প্রেক্ষাপট থাকে। সেখানে কিছু সমস্যা আছে। এটা প্রতিদিন পত্রিকায় লেখা হচ্ছে। আপনারা জানেন সমস্যাটা কোথায়। সে সমস্যাটাও আমাদের মনে রাখতে হবে। আমি আশাবাদী। আমি বলছি না এ সফরে কোনো কিছু হবে।’মন্ত্রী আরো জানান, পানি এত গুরুত্বপূর্ণ ইস্যু যে আগামীতে বিশ্বযুদ্ধ বাঁধবে পানিকে কেন্দ্র করে। তবে তিনি চুক্তির ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, ‘একটু সময় লাগবে। তবে আমি বিশ্বাস করি দুজন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি রাখবেন।’
আনিসুল ইসলাম মাহমুদ আরো জানান, পানি সংরক্ষণে রাজবাড়ীর পাংশায় একটি গঙ্গা বাঁধ নির্মাণে ভারতের সঙ্গে আলোচনা করবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মাসে ভারত সফরে যাচ্ছেন। আগামী ৭ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত তাঁর এই সফরে বিভিন্ন সমঝোতা স্মারক সইয়ের কথা আছে।