
নিউজ ডেস্ক : মাদারীপুরে দুধের শিশু থেকে বিচ্ছিন্ন করে দুই মাকে ১৩ ঘণ্টা থানায় আটকে রাখার ঘটনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোরশেদ ও উপপরিদর্শক (এএসআই) মো. মাহতাবকে তলব করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (২১ মার্চ) বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারিসহ এ আদেশ দেন। এসময় আগামী ২৯ মার্চ তাদের আদালতে উপস্থিত হয়ে এ ঘটনার ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এছাড়া ৯ মে-র মধ্যে পুলিশের মহাপরিদর্শককে ঘটনা তদন্ত করে হাইকোর্টে একটি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিতে বলা হয়েছে।
রুলে অমানবিকভাবে দুই দুগ্ধ শিশুর মাকে ১৩ ঘণ্টা থানায় আটক রাখা কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, আইজিপি, ডিআইজি, মাদারীপুর পুলিশ সুপার, সদর থানার ওসিসহ সংশ্লিষ্ট বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ১৩ মার্চ বিভিন্ন জাতীয় দৈনিকে দুধের শিশু থেকে বিচ্ছিন্ন করে দুই মাকে ১৩ ঘণ্টা থানায় আটক রাখার বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এর পর ২০ মার্চ ওই প্রতিবেদনগুলো যুক্ত করে হাইকোর্টের জনস্বার্থে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রানা কাওসার। পরে ওই রিটের শুনানি নিয়ে আদালত রুলসহ দুই পুলিশ কর্মকর্তাকে তলবের আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি ফাওজিয়া করিম ফিরোজ, শোভানা বানু ও নাজনীন আরা আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।আদেশের পর রিটকারী আইনজীবী রানা কাওসার সাংবাদিকদের বলেন, দুধের বাচ্চাকে তার মার কাছ থেকে এভাবে দূরে রাখা সম্পূর্ণ বেআইনি। এটা মানবাধিকারেরও লঙ্ঘন। এ জন্য বিষয়টি হাইকোর্টের নজরে নেওয়া হয়েছে।